সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে : স্পিকার

আগামী নিউজ ডেস্ক সেপ্টেম্বর ২, ২০২২, ০৩:৩৮ পিএম

ঢাকাঃ 'সংসদীয় গণতন্ত্রের কেন্দ্রবিন্দু জাতীয় সংসদ। তাই সংসদকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে সংবাদ প্রকাশ করতে হবে। সংসদকে যত বেশি গুরুত্বের জায়গায় অধিষ্ঠিত করা যাবে, গণতন্ত্র ততটাই সুসংহত হবে। কেননা, বিল পাস, আইন প্রণয়নসহ জনগুরুত্বপূর্ণ কার্যক্রম সংসদ করে থাকে। রাষ্ট্রের নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সমন্বয় করে সংসদ। জনগণের ভোটে নির্বাচিত সংসদ সদস্যরা সংসদ পরিচালনা করে থাকেন।'

শুক্রবার (২ সেপ্টেম্বর) জাতীয় সংসদের এলডি হলে বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত সাধারণ সভা ও নির্বাচন ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

এ সময় বক্তব্য দেন বিশেষ অতিথি হিসেবে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। অনুষ্ঠানের শুরুতে স্পিকার ও ডেপুটি স্পিকারকে ফুল দিয়ে বরণ করে নেন পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের নেতারা।

স্পিকার বলেন, 'পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাংবাদিকরা দীর্ঘদিন সংসদকে ঘিরে কাজ করে চলেছেন, যা সত্যিই প্রশংসনীয়। এই সংগঠনের সঙ্গে সংসদের একটি ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে। সংসদের কার্যপ্রণালি বিধি ও সংবিধানের বিষয়গুলো বিবেচনায় রেখে তারা সংবাদ পরিবেশন করেন। অনেক সময় সাংবাদিকদের কাছ থেকেও সংসদ সদস্যরা অনেক বিষয় শিখতে ও জানতে পারেন। এ সময় সংসদের উদ্যোগে সাংবাদিকদের যুগোপযোগী প্রশিক্ষণের বিষয়ে গুরুত্ব দেন তিনি।'

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ পার্লামেন্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি উত্তম চক্রবর্তী এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক কামরান রেজা চৌধুরী।

এ সময় বক্তব্য দেন সাংবাদিক আশিষ সৈকত, শাহেদ চৌধুরী, আজিজুল ইসলাম ভূইয়া, শাহজাহান সরদার, সুভাষ চন্দ্র বাদল, রেজোয়ানুল হক রাজা, কাজী সোহাগ, সাইফুল আলম, মাহমুদ ফয়সাল প্রমুখ। এ ছাড়া সংগঠনের সদস্যরা ও বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এমবুইউ