সমাপ্ত হলো দুদক-সিটিটিসির সপ্তাহব্যাপী তদন্ত বিষয়ক প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক ‌ জানুয়ারি ১৬, ২০২০, ০৪:০৭ পিএম

ঢাকাঃ দুর্নীতি দমন কমিশন (দুদক) ও কাউন্টার টেরোরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) উদ্যোগে সপ্তাহব্যাপী তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১২টায় সিটিটিসির কম্পাউন্ডে সপ্তাহব্যাপী যৌথ প্রশিক্ষণ কর্মশালার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন দুদক কমিশনার এ এফ এম আমিনুল ইসলাম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলাম।

গত ১১ জানুয়ারি ডিএমপি মিডিয়া সেন্টারে সপ্তাহব্যাপী এ যৌথ প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন দুদক কমিশনার ড. মো. মোজাম্মেল হক খান।

উল্লেখ্য, দুদক ও সিটিটিসির উদ্যোগে সপ্তাহব্যাপী বিজ্ঞান ভিত্তিক বিশেষায়িত তদন্ত বিষয়ক যৌথ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। এই কর্মশালায় দুদকের ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন। যৌথ প্রশিক্ষণ কর্মশালার অর্থায়ন করেছে ‘বাংলাদেশ পুলিশের সন্ত্রাস দমন ও আন্তর্জাতিক অপরাধ প্রতিরোধ কেন্দ্র নির্মাণ প্রকল্প’।

আগামীনিউজ/মোরসু/এনএ