অবশেষে বাংলাদেশের পতাকা সরালো পাকিস্তান হাইকমিশন

নিজস্ব প্রতিবেদক জুলাই ২৪, ২০২২, ০২:১৯ পিএম

ঢাকাঃ বাংলাদেশের জাতীয় পতাকার সঙ্গে পাকিস্তানের পতাকা জুড়ে দিয়ে ঢাকার পাকিস্তান হাইকমিশন ফেসবুকে যে ছবি প্রকাশ করেছিল, নানা বিত‌র্কের পর সেটি স‌রি‌য়ে নেওয়া হয়েছে।

রোববার (২৪ জুলাই) বেলা ১১টা ৫০ মি‌নি‌টে বাংলাদেশ ও পাকিস্তানের একীভূত পতাকা স‌রি‌য়ে নেয় পা‌কিস্তা‌ন হাইকমিশন।

ঢাকার পাকিস্তান হাইকমিশন বৃহস্পতিবার (২১ জুলাই) তাদের অফিসিয়াল ফেসবুক পেজের কভার ফটো হিসেবে আপলোড করে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা। সেখানে গ্রাফিক্স ডিজাইনের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের পতাকা একীভূত করে প্রকাশ করা হয়।

এটি প্রকাশ করার পর নানা মহলে তীব্র সমালোচনা শুরু হয়, বি‌শেষ ক‌রে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ নি‌য়ে এরইম‌ধ্যে আপত্তি তুলেছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

পররাষ্ট্র মন্ত্রণালয় থে‌কে শ‌নিবার (২৩ জুলাই) বিকেল ৫টার ম‌ধ্যে বাংলা‌দে‌শের পতাকাযুক্ত ছবি স‌রি‌য়ে নি‌তে নি‌র্দেশনা দেওয়া। ঢাকার নি‌র্দেশনার প্রায় ১৯ ঘণ্টার কাছাকা‌ছি সম‌য়ে ছবিটি স‌রি‌য়ে নেয় পা‌কিস্তান হাইক‌মিশন।

এমবুইউ