আগামী নির্বাচনে স্বচ্ছ পরিবেশ দেখতে চায় অস্ট্রেলিয়া

নিজস্ব প্রতিবেদক জুন ২৬, ২০২২, ০২:৫২ পিএম

ঢাকাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচন সুন্দর, অবাধ ও স্বচ্ছ পরিবেশে দেখতে চায় অস্ট্রেলিয়া। রবিবার (২৬ জুন) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাত শেষে সাংবাদিকদের কাছে এমন প্রত্যাশার কথা জানান ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার জেরেমি ব্রুয়ার।

তিনি বলেন, ‘সিইসি ও আমার মধ্যে খুব সুন্দর আলোচনা হয়েছে। এটা খুব সময়োপযোগী আলোচনা। নির্বাচনের কারিগরি ও অন্যান্য উপকরণ নিয়ে কথা হয়েছে।’

এই কূটনীতিক বলেন, কিছুদিন আগেই আমাদের দেশেও নির্বাচন হয়েছে। খুব সুন্দরভাবে ক্ষমতার পরিবর্তন হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার অস্ট্রেলিয়ায় নেই, নির্বাচনী ব্যবস্থার এমন অনেক সাদৃশ্য-বৈসাদৃশ্য নিয়ে আলোচনা হয়েছে। খুব সুন্দর এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সুন্দর, খোলামেলা, স্বচ্ছ পরিবেশে নির্বাচন হতে হবে।

সৌজন্য সাক্ষাৎ শেষে সিইসি কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আলোচনা কিছুই না, উনি সৌজন্য সাক্ষাতে এসেছিলেন। সাক্ষাতের সময় উনাদের দেশের যে নির্বাচন পদ্ধতিটা আছে, নির্বাচন কীভাবে হয়, উনি সেটা বলছিলেন। আমি সেটা শুনেছি। আমাদের নির্বাচন সম্পর্কেও উনার ধারণা আছে। উনি আশাবাদ ব্যক্ত করেছেন যে, আমাদের নির্বাচনটা সুন্দর হবে।’

জেরিমি ব্রুআর কোনো পরামর্শ দিয়েছেন কিনা জানতে চাইলে সিইসি বলেন, না, কোনো পরমর্শ দেননি। তারা কুসিক নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন। নির্বাচনটি ভালোভাবেই শেষ হয়েছে, তবে শেষ পর্যন্ত অনাকাঙ্ক্ষিত কিছু ঘটেছিল কি না? আমরা তাদের কাছে পুরো বিষয়টি বিস্তারিত তুলে ধরেছি।

‘আগামী নির্বাচন কেমন হবে জানতে চাইলে আমরা বলেছি, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আমরা আমাদের মতো করে চেষ্টা করবো।’

এমবুইউ