অতিরিক্ত পুলিশ সুপার হলেন ৪৭ কর্মকর্তা

নিজস্ব প্রতিবেদক জুন ১৭, ২০২২, ০৮:১৮ এএম

ঢাকাঃ বাংলাদেশ পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) থেকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি প্রদান করা হয়েছে ৪৭ জন কর্মকর্তাকে।

বৃহস্পতিবার (১৬ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (পুলিশ) ক্যাডারের নিম্নবর্ণিত কর্মকর্তাগণকে সিনিয়র স্কেল (জাতীয় বেতন স্কেল ২০১৫ এর ষষ্ঠ গ্রেড; টাকা ৩৫,৫০০-৬৭,০১০/-) পদে পদোন্নতি প্রদান করা হলো।

সেই সঙ্গে পদোন্নতিপ্রাপ্তদের অবিলম্বে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে সরাসরি অথবা ই-মেইলে (police1@mhapsd.govt.bd) যোগদানপত্র পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

পদোন্নতিপ্রাপ্তদের তালিকা দেখতে ক্লিক করুন

এমবুইউ