পদোন্নতি পেয়ে অতিরিক্ত ডিআইজি হলেন ৭৩ জন

আগামী নিউজ ডেস্ক জুন ৩, ২০২২, ০৯:৩৭ এএম

ঢাকাঃ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে অতিরিক্ত উপ পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) পদে পদোন্নতি পেয়েছেন আরও ৭৩ কর্মকর্তা। বৃহস্পতিবার (২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ শাখা ১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত দুইটি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা সিনিয়র সচিব, জননিরাপত্তা বিভাগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর সরাসরি অথবা ইমেইল-যোগে পদোন্নতিপ্রাপ্ত পদে যোগদানপত্র পাঠাবেন। এই আদেশ যোগদানের তারিখ হতে কার্যকর হবে।

পৃথক তিনটি প্রজ্ঞাপনে একটিতে ৩৭ জন, একটি ছয় জন এবং অন্যটিতে ৩০ জনের পদোন্নতির আদেশ দেওয়া হয়েছে।

পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তারা হলেন-গাজীপুর হাইওয়ে পুলিশের আলী আহমদ খান, ঢাকার পুলিশ সুপার মো. মারুফ হোসেন সরদার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার, রাজশাহী নৌ-পুলিশের দীন মোহাম্মদ, পুলিশ সদরদপ্তরের এআইজি মোহাম্মদ শাহ জালাল, সিআইডির বেগম নাছিমা আক্তার, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার শ্যামল কুমার মুখার্জী, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান, সিআইডির বিজয় বসাক, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন ভূঁঞা, সিআইডির পুলিশ সুপার মো. এনামুল কবির, নড়াইলের পুলিশ সুপার প্রবীর কুমার রায়, চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের পুলিশ সুপার এম এ মাসুদ, সিরাজগঞ্জের পুলিশ সুপার হাসিবুল আলম, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার আ, স, ম মাহাতাব উদ্দিন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার জয়দেব চৌধুরী, পুলিশ সদরদপ্তরের এআইজি মহিউল ইসলাম, ময়মনসিংহের পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান, ঢাকা ১৩ আর্মর্ড পুলিশের অধিনায়ক মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, লক্ষ্মীপুরের পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান।

এছাড়া রাজশাহীর উপ কমিশনার এ এফ এম আনজুমান কালাম, সুনামগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, এসপির পুলিশ সুপার মো. ফারুক হোসেন, সিআইডির মো. দেলোয়ার হোসেন, ঝিনাইদহের পুলিশ সুপার মুনতাসিরুল ইসলাম, সিআইডির মো. মিজানুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিআইডির পুলিশ সুপার সামসুন নাহার, খুলনা রেঞ্জ অফিসের কমান্ড্যান্ট মোছা. তাসলিমা খাতুন, কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা, পুলিশ সদরদপ্তরের এআইজি পংকজ চন্দ্র রায়, দিনাজপুরের পুলিশ সুপার মোহাম্মদ আনোয়ার হোসেন, ঢাকা রেঞ্জের অফিসের নাবিলা জাফরিন রীনা, রাঙ্গামাটির পুলিশ সুপার মীর মোদদাছ্ছের হোসেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মো. মোকতার হোসেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উপ কমিশনার মুহাম্মদ সাইফুল ইসলামকে পদোন্নতি দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে সিআইডির পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান, পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল্লাহ, পাবনার পুলিশ সুপার মহিবুল ইসলাম খান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন এবং নীলফামারীর পুলিশ সুপার মোহাম্মদ মোখলেছুর রহমানকে পদোন্নতি দেয়া হয়েছে।

এর আগে গত মঙ্গলবার (৩১ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দুটি প্রজ্ঞাপনে অতিরিক্ত ডিআইজি হিসেবে ৪৩ জন পদোন্নতি পান। 

এমবুইউ