বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, প্রথম সকাল ৭টায়

নিজস্ব প্রতিবেদক এপ্রিল ৩০, ২০২২, ১২:৪০ পিএম

ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাযের জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে ইসলামি ফাউন্ডেশন। যার প্রথম জামাত অনুষ্ঠিত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত ৮টা, তৃতীয় জামাত ৯টা, চতুর্থ জামাত ১০টা, পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্টিত হবে।

শনিবার (৩০ এপ্রিল) ইসলামি ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী সোম বা মঙ্গলবার (২ বা ৩ মে) দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এসব জামাতসমূহে যেসব আলেমগণ ইমাম ও মুকাব্বির-এর দায়িত্ব পালন করবেন তারা হলেন-প্রথম জামাতের ইমাম বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান, মুকাব্বির বায়তুল মোকাররমের মুয়াজ্জিন হাফেজ মো. ইসহাক, দ্বিতীয় জামাতে ইমাম বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী, মুকাব্বির বায়তুল মোকাররমের সাবেক মুয়াজ্জিন হাফেজ মো. আতাউর রহমান, তৃতীয় জামাতে ইমাম ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী, মুকাব্বির বায়তুল মোকাররমের খাদেম হাফেয মো. নাছির উল্লাহ, চতুর্থ জামাতে ইমাম বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেয মাওলানা এহসানুল হক, মুকাব্বির বায়তুল মোকাররমের খাদেম মো. শহিদ উল্লাহ, পঞ্চম ও সর্বশেষ জামাতে ইমাম বায়তুল মুকারমের পেশ ইমাম মাওলানা মুহিউদ্দিন কাসেম, মুকাব্বির বায়তুল মোকাররমের খাদেম মো. রুহুল আমিন।

পাঁচটি জামাতে কোনো ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মাওলানা মো. আব্দুল্লাহ।

এমএম