ঢাকাঃ প্রাণঘাতী ভাইরাস করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় দ্বিগুণ কমেছে। গত একদিনে চারজন মারা গেছেন ভাইরাসটিতে আক্রান্ত হয়ে, আগের দিনে যে সংখ্যাটি ছিল আটজনে। নতুনদের নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ৭৯ জনে।
একই সময়ে কমেছে শনাক্তের সংখ্যাও। গত একদিনে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ৪৩৬ জন, আগের দিনে যা ছিল ৫২৯ জন।
শনাক্তের হার ২.১৮, গতকাল শনাক্তের হার ছিল ২ দশমিক ১১।
সোমবার ৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের উপপরিচালক ডা. মো. জাকির হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সোমবারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ হাজার ৫৪৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৪৬ হাজার ৮৮৪ জন।
২৪ ঘণ্টায় ২০ হাজার ৭৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২০ হাজার ৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২ দশমিক ১৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের ১৪ দশমিক ৩৮ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩ জন পুরুষ ও ১ জন নারী। তাদের মধ্যে ঢাকা বিভাগের ৩ জন ও সিলেট বিভাগের ২ জন।
২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।
এসএসআই