ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন জানিয়েছেন, ভিসা ইস্যু করার জন্য রোমানিয়া থেকে ছয় সদস্যের একটি কনস্যুলার দল আগামী মাসে ঢাকা আসছে। সোমবার (১৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বার্তায় তিনি এ তথ্য জানান।
ড. মোমেন জানান, রোমানিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ছয় সদস্যের একটি কনস্যুলার দল তিন মাসের জন্য বাংলাদেশে পাঠাচ্ছে। মার্চে তারা ঢাকায় আসবে এবং প্রায় পাঁচ হাজার ভিসা ইস্যু করবে। এরই মধ্যে ৩ হাজার ৪০০ ভিসার আবেদন করা আছে। তাদের স্থানীয় সহযোগিতার প্রয়োজন হবে।’
উল্লেখ্য, গত অক্টোবরে দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনা হয় এবং এরপরে এ ধরনের কনস্যুলার দল পাঠানোর বিষয়ে রাজি হয় রোমানিয়া। এছাড়া ঢাকায় রোমানিয়ার দূতাবাস নেই এবং এ সংক্রান্ত কার্যক্রম দিল্লি থেকে পরিচালনা করা হয়।
আগামীনিউজ/এমবুইউ