ঢাকাঃ ভোরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। এরপর গতকাল সকাল থেকে রাজধানীর আকাশ কিছুটা মেঘলা ছিল। এর এক ফাঁকে অবশ্য কিছুক্ষণ সূর্যের দেখা মেলে। তবে শীতের প্রকোপ ক্রমেই বাড়ছে।
এদিকে ডিসেম্বরের মাঝামাঝি সময় প্রায় এসেই গেছে। এখন গ্রামাঞ্চলে শীত অনুভূত হলেও ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে তেমনটা হচ্ছে না। তবে দু-তিন দিন পর থেকে সারাদেশেই তাপমাত্রা কমবে। তখন অপেক্ষাকৃত বেশি মাত্রায় শীত অনুভূত হবে।
শুক্রবার রাতে এমনটি জানিয়েছেন আবহাওয়াবিদ রুহুল কুদ্দুস। তিনি বলেন, এখন দিনে তাপমাত্রা বাড়বে, রাতে কমবে। তবে আগামী দু-তিন দিন পর থেকে তাপমাত্রা আরও কমতে শুরু করবে।
গতকাল ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। গতকাল টেকনাফে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আগত লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। এসময়ে ঢাকায় তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।
সর্বনিম্ন তাপমাত্রা ছিল দিনাজপুরে, ১৩ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদফতরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, উপমহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশ ভারতের পশ্চিমাংশ ও এর কাছাকাছি আছে।
দক্ষিণ বঙ্গোপসাগর থেকে আসা লঘুচাপের বর্ধিতাংশ এখন উত্তর বঙ্গোপসাগর এলাকায় আছে। আর এর প্রভাবে সারা দেশের আকাশ আংশিক মেঘলাসহ শুষ্ক থাকবে। শীতের এই সময়ে সকালের দিকে এমন মেঘলা আকাশ থাকে। দিন বাড়তে থাকলে মেঘ কাটে। গতকালও এমনটা হয়েছে।
শীতের একটা আমেজ এখন রাজধানীতেও অনুভূত হবে। দেশের গ্রামাঞ্চলে বেশ আগে থেকেই এ অবস্থা ছিল। এখন দিন দিন তাপমাত্রা কমতে থাকবে বলে জানানো হয়েছে।
আগামীনিউজ/বুরহান