ভারত-বাংলাদেশে যেতে একসময় ভিসা লাগবে না: পররাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট ডিসেম্বর ৬, ২০২১, ০৩:৩৬ পিএম

ঢাকাঃ পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশের প্রতিবেশী দেশের আরও অনেক কাজ করার সুযোগ আছে। সারা বিশ্বের কাছে ভারত বাংলাদেশের সম্পর্ক মডেল সম্পর্ক। রক্তের সম্পর্ক আরও গভীর থেকে গভীরতর হবে। বন্ধুভাবাপন্ন এসব দেশে চলাচল যখন উন্মুক্ত হবে, যেদিন আর কোনো ভিসা থাকবে না, সেদিকেই যেতে হবে।

সোমবার (৬ ডিসেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে সেক্টর কমান্ডার্স ফোরামের আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের কারণে ১৯৭১ সালে বাংলাদেশের সম্মান বেড়েছিল, এখনও বাড়ছে। ভারতসহ ১৮টি দেশের সাথে স্বাধীনতা উদযাপন করছি। ভারত বাংলাদেশের সম্পর্ক সোনালি অধ্যায়ে পৌঁছেছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন,যৌথ বাহিনীর হামলা শুরু করার দিনটি ছিল, প্রত্যেক বাঙালির আনন্দের দিন। ৬ই মার্চ ঐতিহাসিক দিন। প্রকৃত মৈত্রী দিবস। বোঝা গিয়েছিল স্বাধীনতা সন্নিকটে। ভারত, শুধু একটি স্বাধীন দেশকে মুক্তিযুদ্ধে সহায়তা করেছে। ভারতের সঠিক ও সময়োচিত সিদ্ধান্ত ছিল।

তিনি বলেন, নদী পথ, রেল পথ, আকাশ পথ সমানে চালু হোক এটা বাংলাদেশের প্রত্যাশা। যত ধরণের ছোট ছোট সমস্যা আছে, আলোচনা করে সমাধান করে এগিয়ে যাবে।

আগামীনিউজ/নাসির