নেত্রকোণাঃ আগামী ২৬ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে মদনপুর ইউপি নির্বাচন। জেলার নেত্রকোণা সদর উপজেলায় হযরত শাহ্ সুলতান কমর উদ্দীন রুমী (রহঃ)-এঁর পবিত্র ভূমি মদনপুর ইউনিয়ন পরিষদের আসন্ন ইউপি নির্বাচনে নেত্রকোণা জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য মো.কামরুজ্জামান ফারাস দিলীপকে বাংলাদেশ আওয়ামীলীগ জনপ্রতিনিধি বোর্ড গত মঙ্গলবার নৌকা প্রতীকের মনোনয়ন দিয়েছেন।
উল্লেখ্য- দ্বিতীয় ধাপের তফসিলে নেত্রকোণা সদর উপজেলার মদনপুর ইউনিয়নের ইউপি নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছিল নির্বাচন কার্যালয় হতে, তাতে বাংলাদেশ আওয়ামীলীগ জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ড কর্তৃক নৌকা প্রতীক পেয়েছিলেন মো.মোস্তফা-ই-কাদের স্যার। নির্বাচন চলাকালীন সময় তাঁর মৃত্যু হওয়ায় এই ইউনিয়নের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।
মো.কামরুজ্জামান ফারাস দিলিপ বাংলাদেশ ছাত্রলীগ মনোনীত নেত্রকোণা সরকারি কলেজ ছাত্র সংসদের জি.এস মনোনীত ছিলেন,বাংলাদেশ ছাত্রলীগ মদনপুর ইউনিয়ন শাখার সাবেক সভাপতি,বাংলাদেশ ছাত্রলীগ নেত্রকোণা জেলা শাখার সাবেক সদস্য পরবর্তী সময়ে এডহক কমিটির সাবেক সদস্য, বাংলাদেশ আওয়ামী যুবলীগ নেত্রকোণা জেলা শাখার সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ নেত্রকোণা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক, ঘাতক দালাল নির্মূল কমিটি নেত্রকোণা জেলা শাখার সম্মানিত সদস্য, শিল্পকলা একাডেমী জেলা শাখার সম্মানিত সদস্য, স্থানীয় সামাজিক,সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠক ঘুম ভাঙ্গা খেলাঘর আসরের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক আহ্বায়ক, সাবেক সভাপতির দায়িত্ব পালন করছেন, হযরত শাহ্ সুলতান কমর উদ্দীন রুমী (রহঃ) মাজার কেন্দ্রীয় মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও মাজার কমিটির সম্মানিত সদস্য জেলা প্রশাসক মহোদয় কর্তৃক মনোনীত।
মদনপুর ইউনিয়নের (ইউপি) নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্ধন্দিতাকারী মো.কামরুজ্জামান ফারাস দিলিপ বলেন, আওয়ামীলীগের রাজনীতি করতে গিয়ে বিভিন্ন সময় হামলা-মামলার স্বীকার হয়েছি। উল্লেখ্য- ভয়াল ২১শে আগষ্ট গ্রেনেড হামলার পরদিন ২২শে আগষ্ট প্রতিবাদ মিছিল থেকে গ্রেফতার হই এবং শারিরীক নির্যাতন সহ দীর্ঘদিন কারাবাস করি। পুলিশ এসল্ট মামলার আসামী হই। বিএনপি অফিস ভাংচুর, অগ্নিসংযোগ, লুটপাঠের একাধিক মামলায় বিনাদোষে আসামী হই সেই সঙ্গে জামাত-বিএনপির দ্রুত বিচার আইনের মামলারও আসামী হই। ১/১১পরবর্তী সময়ে দেশরত্ন শেখ হাসিনার মুক্তির দাবিতে নেত্রকোণায় আওয়ামী যুবলীগের মিছিলে নেতৃত্ব দিতে গিয়ে দীর্ঘ ৬মাস পলাতক সহ ফেরারী জীবন-ঝাপন করেছি। উন্নত বাংলাদেশ তথা আগামী প্রজন্মের ডিজিটাল বাংলাদেশের রূপকার বার বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপি’র বিশ্বস্থ্য সৈনিক হিসেবে দাবি করছি। বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি দেশরত্ন শেখ হাসিনা আমাকে মদনপুর ইউনিয়নের ইউপি নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন পেয়েছি, তাঁর আস্থা ও বিশ্বাসের মর্যাদা রাখার জন্য আপ্রাণ চেষ্টা করবো।
তিনি আরও বলেন- আমাকে যদি এলাকাবাসী তাদের মহামূল্যবান ভোট দিয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত করেন তাহলে মদনপুর ইউনিয়ন শহরে রূপান্তির করবো অর্থাৎ প্রধানমন্ত্রী ঘোষিত গ্রাম হবে শহর তা বাস্তবায়নে শতভাগ চেষ্টা করবো। এই ইউনিয়ন হবে সারা দেশের মডেল ইউনিয়ন। এছাড়াও সাধ্যমতো মানবকল্যাণের সেবক হিসেবে কাজ করবো। অসহায় মানুষের পাশে থাকবো, শিক্ষা,স্বাস্থ্য, যোগাযোগ, আইন-শৃঙ্খলাসহ এলাকায় সুপরিকল্পিত উন্নয়নের অঙ্গিকার করছি। পাশাপাশি সার্বিক উন্নয়নের স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক মডেল ইউনিয়ন গড়ে তুলবো।
মদনপুর ইউনিয়ন বাসীর উদ্দ্যেশে চেয়ারম্যান পদে প্রার্থী মো.কামরুজ্জামান ফারাস দিলিপ বলেন- প্রিয় মদনপুর ইউনিয়নবাসী আস্থা রাখুন, পাশে থাকুন, কথা দিচ্ছি বদলে দেবো মাদক মুক্ত, সন্ত্রাস মুক্ত, দূর্নীতি মুক্ত, নারী-পুরুষের সমঅধিকার শতভাগ বাস্তবায়ন ও মদনপুর ইউনিয়নের সার্বিক চিত্র সেই লক্ষ্যে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশায় সুন্দর আগামী গড়ার প্রত্যয়ে ইউনিয়নবাসীর স্বার্থে সর্বদায় নিজেকে নিবেদিতপ্রাণে নিঃস্বার্থভাবে নিয়োজিত রাখবো।
আগামীনিউজ/নাসির