ঢাকাঃ ৪২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট চার হাজার প্রার্থীকে চিকিৎসক হিসেবে নিয়োগের জন্য সুপারিশ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) পিএসসির কমিশনের সভায় অনুমোদন হওয়ার পর এ ফলাফল প্রকাশ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) নূর আহমেদ বলেন, ৪২তম বিশেষ বিসিএসের ফলাফল প্রকাশ করা হয়েছে।
এতে বলা হয়, করোনা মহামারি চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে সহকারী সার্জন পদে নিয়োগের সুপারিশ করা হয়েছে। নিয়োগের ফলাফল পিএসসির ওয়েবসাইটে পাওয়া যাবে।
এরআগে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাদের নিয়োগের জন্য অনুমোদন দেওয়া হয়।