ঢাকাঃ দেশে বেকারত্ব দূর করতে চাকরিজীবী নারী-পুরুষের মধ্যে বিয়ে বন্ধের অভিনব প্রস্তাব রেখেছেন জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য রেজাউল করিম বাবলু।
তিনি বলেছেন, চাকরিজীবী পুরুষ বা নারী কোনো চাকরিজীবী নারী বা পুরুষকে বিয়ে করতে পারবেন না- এমন বিধান রেখে আইন হলে দেশে বেকার কমবে। তবে এই প্রস্তাবকে অসাংবিধানিক বলে উড়িয়ে দিয়েছেন আইনমন্ত্রী।
জাতীয় সংসদে শনিবার উত্থাপিত একটি বিলের ওপর নিজের পর্যবেক্ষণ তুলে ধরতে গিয়ে আইনমন্ত্রী আনিসুল হকের দৃষ্টি আকর্ষণ করেন বগুড়া-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রেজাউল করিম বাবলু।
তিনি বলেন, ‘কোনো চাকরিজীবী নারী কোনো চাকরিজীবী পুরুষকে বিয়ে করতে পারবে না। কোনো চাকরিজীবী পুরুষ কোনো চাকরিজীবী নারীকে বিয়ে করতে পারবে না। তাহলে আমাদের দেশে বেকার সমস্যাটা অনেক পরিমাণে লাঘব হবে।’
জবাবে আইনমন্ত্রী বলেন, ‘এমন প্রস্তাব নিয়ে এখান থেকে আমি দুই কদমও হাঁটতে পারব না। এটা অসাংবিধানিক প্রস্তাব। এটা উনি কীভাবে যে এখানে দিলেন, আমি বুঝলাম না।’
প্রস্তাবটিকে ‘যা খুশি তাই বলা’ উল্লেখ করে আনিসুল হক বলেন, ‘আমাদের যেহেতু বাকস্বাধীনতা আছে, উনি যা খুশি তাই বলতে পারেন। নিশ্চয়ই উনি যা খুশি তাইয়ের মধ্য আছেন, কিন্তু আমি যা খুশি তা গ্রহণ করতে পারব না। কারণ আমি জনগণের প্রতিনিধি।’
বগুড়া-৭ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সাংসদ রেজাউল করিম নানা ঘটনায় বিতর্কিত হয়েছেন। এর আগে গত বছর জাতীয় সংসদে দেওয়া বক্তব্যে ধর্ষণের জন্য নারীবাদীদের দোষারোপ করে সমালোচিত হয়েছিলেন বগুড়ার এই সাংসদ। পিস্তল হাতে ফেসবুকে ছবি পোস্ট করে সমালোচিত হন তিনি। এ ছাড়া, তার বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনেরও অভিযোগ রয়েছে। চলতি বছরের মার্চে দুদক তাকে তলব করেছিল।