ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন হাইতিতে ৭ দশমিক ২ মাত্রার মারাত্মক ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
হাইতির পররাষ্ট্রমন্ত্রী ক্লাউড জোসেফের কাছে পঠানো এক বার্তায় ড. মোমেন নিহতদের পরিবার, আত্মীয়-স্বজন বন্ধুবান্ধবদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। সাথে সাথে ভূমিকম্পে নিহতদের আত্মার শান্তি কামনা করেন। ভূমিকম্পে মারাত্মক আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।
ড. মোমেন বলেন, এ সংকটের সময় আমারা হাইতির জনগণের সাথে আছি। তিনি আশা প্রকাশ করেন হাইতি দ্রুত এই মারাত্মক দুর্যোগ কাটিয়ে উঠবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বার বার বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে আসছে। তবে শক্তিশালী নেতৃত্বে জনগণ সাহসের সাথে সেসব দুর্যোগ মোকাবেলা করে যাচ্ছে।