দেশের ৭ জেলায় চলছে কঠোর লকডাউন

ডেস্ক রিপোর্ট জুন ২১, ২০২১, ০৫:০৪ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ সারাদেশে বাড়ছে মহামারী করোনাভাইরাসের প্রকোপ। রাজধানী ঢাকাকে সুরক্ষিত রাখতে ঢাকার আশপাশের ৭ জেলায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে লকডাউন ঘোষণা করা হয়েছে। ৩০ জুন (বুধবার) রাত ১২টা পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

সোমবার (২১ জুন) বিকেলে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। যেসব জেলায় লকডাউন ঘোষণা করা হয়েছে- রাজবাড়ী, মাদারীপুর  গোপালগঞ্জ, মানিকগঞ্জ, মুন্সীগঞ্জ, নারায়ণগঞ্জ ও গাজীপুর।

সচিব বলেন, লকডাউনের আওতায় থাকা জেলাগুলোতে পণ্যবাহী ট্রাক ছাড়া কোনো যানবাহন চলাচল করতে পারবে না। এছাড়া এর বাইরে যদি কোনো জেলা লকডাউন দেওয়ার প্রয়োজন মনে করে, তাহলে জেলা প্রশাসন থেকে লকডাউন দিতে পারবে।

এছাড়াও গত ১৬ জুন সারাদেশে করোনার বিস্তাররোধে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এক প্রজ্ঞাপনে জারি করা হয়৷ প্রজ্ঞাপনে বলা হয় চলমান বিধিনিষেধ আগামী ১৫ জুলাই পর্যন্ত থাকবে।