তথ্যপ্রযুক্তিতে ২১ হাজার ২০৪ কোটি টাকা বরাদ্দ

ডেস্ক রিপোর্ট জুন ৩, ২০২১, ০৫:৫৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে ২১ হাজার ২০৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব দেয়া হয়েছে। যা আগের অর্থবছরের চেয়ে ৩ হাজার ২৫৮ কোটি টাকা বেশি।

২০২০-২১ অর্থবছরে এ খাতে বরাদ্দ দেয়া হয়েছিল ১৭ হাজার ৯৪৬ কোটি টাকা। অন্যদিকে ২০২০-২১ অর্থবছরে খাতটিতে সংশোধিত বাজেটের আকার ছিল ১১ হাজার ৪৪৬ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছরের বাজেট উপস্থাপন শুরু করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বৃহস্পতিবার বিকেলে ৩টায় জাতীয় সংসদে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মন্ত্রিদের মধ্যে উপস্থিত রয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, আইনমন্ত্রী আনিসুল হক, পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, তথ্যমন্ত্রী ড হাছান মাহমুদ প্রমুখ।