বঙ্গবন্ধুর ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত

ডেস্ক রিপোর্ট জুন ২, ২০২১, ১২:০৫ পিএম
ফাইল ফটো

ঢাকাঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা মামলায় দণ্ডিত ৪ খুনির রাষ্ট্রীয় পদক ও খেতাব বাতিলের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে।

এ চারজন হলেন নূর চৌধুরী, শরীফুল হক ডালিম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীন।

সোমবার সকালে এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, এ সিদ্ধান্ত শিগগিরই বাস্তবায়ন করা হবে।

প্রসঙ্গত, মুক্তিযুদ্ধে অবদানের ১৯৭৩ সালে সাতজনকে বীরশ্রেষ্ঠ, ৬৮ জনকে বীর উত্তম, ১৭৫ জনকে বীর বিক্রম, ৪২৬ জনকে বীর প্রতীক উপাধি দেয়া হয়। একই বছরের ১৫ ডিসেম্বর গেজেট প্রকাশ করা হয়।

এসব খেতাবের মধ্যে নূর চৌধুরীকে বীর বিক্রম, শরীফুল হক ডালিমকে বীর উত্তম, রাশেদ চৌধুরী ও মোসলেহ উদ্দীনকে বীর প্রতীক খেতাব দেয়া হয়।