ডেস্ক রিপোর্টঃ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ভোক্তাপর্যায়ে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা কমিয়েছে।
বিইআরসির সিদ্ধান্ত অনুযায়ী, বেসরকারি খাতে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি ভ্যাটসহ ৯০৬ টাকা থেকে কমিয়ে সর্বোচ্চ খুচরা মূল্য ৮৪২ টাকা করা হয়েছে। আগামীকাল মঙ্গলবার (১ জুন) থেকে নতুন নির্ধারিত এ মূল্য কার্যকর হবে।
সোমবার (৩১ মে) বিইআরসির নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আবদুল জলিল। ভার্চ্যুয়াল এ দর ঘোষণা অনুষ্ঠানে যুক্ত ছিলেন বিইআরসির সদস্য মকবুল ই-এলাহী চৌধুরী, মোহাম্মদ আবু ফারুক, বজলুর রহমান, সচিব রুবিনা ফেরদৌস, উপ-পরিচালক কামরুজ্জামানসহ অনেকে।
মধ্যপ্রাচ্যের জ্বালানি কোম্পানি সৌদি আরামকোর প্রোপেন ও বিউটেনের মূল্য প্রতি মাসে আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল। এ কারণে এলপি গ্যাসের দাম প্রতি মাসে উঠানামা করে। ফলে বাংলাদেশের প্রতি মাসে নতুন করে মূল্য নির্ধারণ করা হয়।
এলপিজিতে ৩৫ অনুপাত ৬৫ হারে প্রোপেন ও বিউটেনের মিশ্রণ বিবেচনায় নিয়ে এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
সংবাদ সম্মেলনে বিইআরসির চেয়ারম্যান মো. আবদুল জলিল বলেন, সৌদি সিপি, ডলারের বিপরীতে টাকার বিনিময় হার ও ব্যাংকিং হারে পরিবর্তন বিবেচনা করে দাম সমন্বয় করা হয়েছে।