লকডাউন ৭ দিন বাড়িয়ে প্রজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক মে ১৬, ২০২১, ০৩:৪১ পিএম
সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে ঊর্ধ্বমুখী সংক্রমণ রোধে চলমান সর্বাত্ম লকডাউন আরও এক সপ্তাহ বাড়ানো হয়েছে। 

রবিবার (১৬ মে) দুপুরে বিধিনিষেধ বাড়ানোর প্রজ্ঞাপন জারি করেছে সরকারের মন্ত্রি পরিষদ বিভাগ। এতে চলমান লকডাউন ১৬ মে দিবাগত রাত থেকে ২৩ মে রবিবার দিবাগত রাত পর্যন্ত বাড়ানো হয়েছে। 

বিধিনিষেধের বর্ধিত মেয়াদেও জেলার মধ্যে বাস চলবে। আন্তঃজেলা গণপরিবহন বন্ধ থাকবে।  এছাড়া আগের মতোই বন্ধ থাকবে ট্রেন ও লঞ্চ।

এছাড়া লকডাউনে আগের মতোই স্বাস্থ্যবিধি মেনে দোকান ও শপিংমল সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।  খোলা থাকবে শিল্প-কারখানা। এছাড়া জরুরি সেবা দেওয়া প্রতিষ্ঠান ছাড়া যথারীতি সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে।  সীমিত পরিসরে হবে ব্যাংকে লেনদেন।

তবে নতুন দুটি নির্দেশনা দেয়া হয়েছে- এগুলো হলো- সরকারের রাজস্ব আদায়ের সাথে সংশ্লিষ্ট সকল সংস্থা দপ্তর জরুরী পরিসেবার মধ্যে পড়বে। এছাড়া খাবারের দোকান হোটেল রোস্তরা সমুহ খাবার ক্রয় বিক্রয় করতে পারবে।

করোনার দ্বিতীয় ঢেউ শুরু হলে এপ্রিলের শুরুর দিকে গণপরিবহন চালু রেখে লকডাউন দেওয়া হয়।  পরে গত ১৪ এপ্রিল ভোর ৬টা থেকে আটদিনের কঠোর লকডাউন শুরু হয়।  লকডাউনের মধ্যে পালনের জন্য ১৩টি নির্দেশনা দেয়া হয় সরকারের পক্ষ থেকে। পরে তিন দফা লকডাউনের মেয়াদ বাড়ানো হয়।  সেই মেয়াদ শেষ হচ্ছে আজ মধ্যরাতে।  শেষ হওয়ার আগেই আরেফ দফা বাড়ানোর ঘোষণা দিল সরকার।