বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত

নিজস্ব প্রতিবেদক মে ১৩, ২০২১, ০৭:৩৩ পিএম

ঢাকাঃ পবিত্র ঈদুল ফিতরে দিন শুক্রবার (১৪ মে)  জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের নামাজের পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল সাতটায়।

এরপর দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল আটটায়। তৃতীয় জামাত হবে সকাল নয়টায়। সকাল ১০টায় চতুর্থ জামাত অনুষ্ঠিত হবে। পঞ্চম ও সবশেষ জামাত অনুষ্ঠিত হবে বেলা পৌনে ১১টায়।

প্রথম জামাতে ইমামতি করবেন মুফতি মিজানুর রহমান। দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মুফতি মুহিববুল্লাহিল বাকী নদভী।

তৃতীয় জামাতে ইমামতি করবেন মাওলানা এহসানুল হক। চতুর্থ জামাতে ইমামতি করবেন মাওলানা মহিউদ্দিন কাসেম। পঞ্চম ও সবশেষ জামাতের ইমামতি করবেন মাওলানা ওয়ালিয়ূর রহমান খান।

পাঁচটি জামাতে কোনও ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন মাওলানা মোহাম্মদ আবদুল্লাহ।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জারি করা বিজ্ঞপ্তি মেনে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে ঈদের জামাতের আয়োজন করা হবে। মঙ্গলবার (১১ মে) ইসলামিক ফাউন্ডেশনের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

করোনা পরিস্থিতিতে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকে গেল ২৬ এপ্রিল জারি করা বিজ্ঞপ্তি অনুসরণ করে যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে মসজিদের ইমাম-খতিব, মসজিদ ব্যবস্থাপনা কমিটি, ধর্মপ্রাণ মুসল্লিসহ সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করেছে ইসলামিক ফাউন্ডেশন।