ঢাকাঃ বাংলাদেশ থেকে করোনাভাইরাস (কোভিড-১৯) চিকিৎসায় কার্যকরী ৫০ হাজার পিস রেমডেসিভির ওষুধ কিনতে চায় ভারত।
আজ সোমবার টুইটার বার্তায় ঝাড়খণ্ড রাজ্যের মুখ্যমন্ত্রী হেমন্ত সরেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ‘ঝাড়খণ্ডে আশঙ্কাজনক অবস্থায় থাকা রোগীদের জন্যে রেমডেসিভিরের চাহিদা বেড়ে গেছে এবং এটি পাওয়া যাচ্ছে না বলে আমরা জরুরি ব্যবহারের জন্যে ৫০ হাজার শিশি কিনতে বাংলাদেশের ওষুধ কোম্পানিগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। যত দ্রুত সম্ভব আমদানির অনুমতি দেওয়ার জন্যে আমি (কেন্দ্রীয় মন্ত্রী) ডিভি সদানন্দ গৌড়ের কাছে চিঠি লিখেছি।’
মন্ত্রী ডিভি সদানন্দকে গতকাল রোববার লেখা চিঠিতে তিনি বলেছেন যে তারা আশা করছেন টিকা দেওয়ার পাশাপাশি হার্ড ইমিউনিটির কারণে করোনার দ্বিতীয় ঢেউ রাজ্যটিতে তেমন ‘মারাত্মক’ হতে পারবে না। তবে ‘বহু রোগীর মধ্যে গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যাচ্ছে,’ বলেও জানিয়েছেন তিনি।
মুখ্যমন্ত্রী জানান, করোনা রোগীদের বাঁচাতে রেমডেসিভির প্রয়োজন। ঝাড়খণ্ডে বর্তমানে রেমডেসিভির দারুণ সংকট। ভারতের কোনো কোম্পানির কাছে এ ওষুধ পাওয়া যাচ্ছে না। এজন্য বাংলাদেশের বেক্সিমকো কোম্পানির কাছ থেকে ১০ লাখ ডলার মূল্যের রেমডেসিভির কিনতে চেয়েছেন তিনি।
প্রসঙ্গত, ভারতের অন্যান্য রাজ্যের মতো ঝাড়খণ্ডেও বেড়েছে মহামারি করোনার সংক্রমণ। এ রাজ্যে প্রায় ১ লাখ ৬০ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন। এর মধ্যে ১ হাজার ৪০৬ জনের মৃত্যু হয়েছে।
আগামীনিউজ/সোহেল