আজ বিমানের সাত বিশেষ ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১৭, ২০২১, ০১:১১ পিএম
ফাইল ফটো

ঢাকাঃ ১৪টি বিশেষ ফ্লাইটের মধ্যে বিমানের সাতটি ফ্লাইট বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইচ এম তৌহিদ-উল-আহসান।

শনিবার সকালে সংবাদিকদের তিনি এ তথ্য জানান।

এদিকে অবতরণের অনুমতি না নিয়ে কেন বাংলাদেশ বিমান সূচি নির্ধারণ করেছে তা খতিয়ে দেখার কথা জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বেবিচক জানায়, কোনো অনিয়ম পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।

এর আগে শনিবার ভোর সোয়া ৬টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রিয়াদের উদ্দেশ্যে বিমান বাংলাদেশের ‘বিজি-৫০৯৩’ ফ্লাইটটি ছেড়ে যাওয়ার কথা ছিল। কিন্তু  সৌদি আরবের কাছ থেকে অবতরণের অনুমতি না পাওয়ায় ফ্লাইটটি বাতিল হয়। এতে ফ্লাইট ছাড়ার ছয় ঘণ্টা আগেই বিমানবন্দরে পৌঁছা প্রায় ৩০০ যাত্রী বিভিন্ন স্লোগান দিয়ে বিক্ষোভ করেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কর্মকর্তারা জানান, সৌদি আরব কর্তৃপক্ষ অবতরণ অনুমতি বাতিল করায় বিমানের ফ্লাইটটি বাতিল করা হয়েছে।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, যাত্রীদের শহরের একটি হোটেলে নিয়ে রাখা হবে। তাদের গন্তব্যে নিয়ে যেতে পরবর্তীতে ফ্লাইট নির্ধারণ করা হবে।

আগামীনিউজ/এএস