ঢাকাঃ করোনা মুক্ত হলেন ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হাবিবুর রহমান। করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
বুধবার (৭ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের এসপি (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) ড. মো. এমদাদুল হক।
তিনি বলেন, ডিআইজি হাবিবুর রহমানের সর্বশেষ করোনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে। তিনি এখন করোনামুক্ত। করোনা মুক্ত হওয়ায় সন্ধ্যায় তিনি হাসপাতাল ছেড়ে নিজ বাসায় ফিরেছেন।
তিনি আরও বলেন, করোনা আক্রান্ত হওয়ায় গত ২৩ মার্চ তিনি হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে টানা ১৬ দিন চিকিৎসা নেন তিনি। শুরু থেকেই তার শারীরিক অবস্থা স্থিতিশীল ছিল। এছাড়া শরীরের অন্য কোনো সমস্যা না থাকায় অক্সিজেন লেভেলও সবসময় ঠিক ছিল।
আগামীনিউজ/এএস