ঢাকা: আজ বুধবার (৩১) মার্চ যশোর সদর সহ ৪ পৌরসভায় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন পরিচালনা শাখা জানায়, বুধবার (৩১ মার্চ) যশোর সদর ও মাদারীপুরের কালকিনি পৌরসভায় সব পদে এবং ঠাকুরগাঁও সদর ও চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভায় একটি করে সাধারণ ওয়ার্ডে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
যশোর থেকে আমাদের জেলা প্রতিনিধ জানান, নির্বাচনে মেয়র পদে ২ জন, সাধারণ কাউন্সিলর পদে ৪৭ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩ জন প্রতিদ্বন্দ্বিতা করছে। ইতিমধ্যে ৫৫টি কেন্দ্রে পৌঁছে গেছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) অন্যান্য সরঞ্জাম পৌঁছে গেছে । ১ লাখ ৪৬ হাজার ৫শ’৯২ জন ভোট দেবেন। জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার হুমায়ুন কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, ৩১ মার্চের নির্বাচনের জন্য ৪৭৯টি ইভিএমসহ অন্যান্য সরঞ্জাম প্রতিটি কেন্দ্রের প্রিজাইডিং অফিসাররা বুঝে নিয়েছেন। যান্ত্রিক ত্রুটির বিষয়টি মাথায় রেখে কেন্দ্রের চেয়েও বাড়তি ইভিএম সরবরাহ করা হয়। তিনি জানান, এবারের ভোটে ১ হাজার ৪শ’৫০ জন কর্মকর্তা দায়িত্বে থাকবেন। এছাড়া আইনশৃংখলা বাহিনীর ২শ’ সদস্য দায়িত্ব পালন করবেন। যাতে করে কেউ অপ্রীতিকর ঘটনর সৃষ্টি করতে না পারে।
উল্লেখ্য, এবারের নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের হায়দার গনি খান পলাশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখার মোহাম্মদ আলী সরদার। বিএনপির ধানের শীষের প্রার্থী মারুফুল ইসলাম সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে নির্বাচন থেকে সরে দাড়িয়েছেন।
আগামীনিউজ/মালেক