ঢাকাঃ রাজধানীর পল্টন ও মোহাম্মদপুরে হেফাজতে ইসলাম ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ রবিবার (২৮ মার্চ) পল্টনে বেলা ১১ টায় এবং মোহাম্মদপুরে সাড়ে ১১ টার দিকে ঘটনা ঘটে।
জানা গেছে, সকাল ১০টা থেকেই বায়তুল মোকাররমে জড়ো হয় হেফাজত কর্মীরা। বেলা ১১টার দিকে বায়তুল মোকাররমে আসেন ঢাকা মহানগর হেফাজতের সভাপতি জুনায়েদ আল হাবিব, সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হকসহ অন্যরা। সেখানে সমাবেশ করেন তারা। বেলা সাড়ে ১১ টার দিকে সমাবেশ শেষে মিছিল নিয়ে পল্টনের হয়ে নাইটেংগেলের দিকে আগায় হেফজত নেতারা। এদিকে জিরো পয়েন্টের দিকে আগে থেকেই অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এসময় হেফাজতের মিছিলের একাংশ আওয়ামী লীগের কর্মীদের দেখে ধাওয়া করে। তাদের ধাওয়ায় পিছু হটে আওয়ামী লীগ কর্মীরা। পরবর্তীতে আওয়ামী লীগের কর্মীরা হেফাজত কর্মীদের ধাওয়া করে। এসময় উভর পক্ষই ইটপাটকেল ছুড়তে থাকে। উভয় পক্ষের হাতেই লাঠি দেখা গেছে।
এদিকে, রাজধানীর মোহাম্মদপুরে জামেয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসার ছাত্র ও স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে। মাদরাসার শিক্ষকরা জানান, তাদের ছাত্ররা রাস্তায় যাওয়ার চেষ্টা করলে প্রথমে আওয়ামী লীগের কর্মী-সমর্থকরা তাদেরকে লাঠিসোটা নিয়ে ধাওয়া করে। পরে পুলিশও এসে যোগ দেয়।
বর্তমানে পল্টন ও মোহাম্মদপুরে থমথমে অবস্থা বিরাজ করছে।
আগামীনিউউজ/সোহেল