নাটোরে ১৮১টি ব্যাটারি উদ্ধার, গ্রেফতার ৬

নাটোর সংবাদদাতা মার্চ ২৪, ২০২১, ০৫:০৪ পিএম
ছবি: আগামী নিউজ

নাটোর: জেলা শহরে ব্যাটারির দোকান থেকে ৯ লাখ টাকার ব্যাটারি লুটের ঘটনায় খুলনা, পটুয়াখালী ও রাজশাহী থেকে ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। সিসি ক্যামেরার ফুটেজ ও গোয়েন্দা তৎপরতা চালিয়ে তাদের গ্রেফতার করে নাটোর জেলা পুলিশ। উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক ও লুন্ঠিত ১৮১ টি ব্যাটারি।

বুধবার (২৪ মার্চ) দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, গত ১১ মার্চ রাতে দুবৃর্ত্তরা নাটোর শহরের চকবৈদ্যনাথ এলাকার ২ নৈশ প্রহরীকে বেঁধে একটি ব্যাটারি দোকানের তালা ভেঙ্গে ইজিবাইক সহ বিভিন্ন যানবাহনের শতাধিক ব্যাটারি ট্রাকে তুলে নিয়ে চলে যায় ডাকাতদল।  উদ্ধার অভিযানের সময় লালমনিরহাট থেকে লুটে নেয়া ১১৬টি একই ধরনের ব্যাটারিও উদ্ধার করে নাটোর জেলা পুলিশ। এই চক্রটি সারা দেশের বিভিন্ন জেলায় ব্যাটারির দোকানে ডাকাতি করে বলে জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা।

আগামীনিউজ/মালেক