ঢাকাঃ দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন। শনিবার (২০ মার্চ) কভিড-১৯ পরীক্ষার জন্য নমুনা দিলে রবিবার (২১ মার্চ) তার রিপোর্ট পজিটিভ আসে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. সেলিম হোসেন।
তিনি জানান, ডা. মো. এনামুর রহমান বর্তমানে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। প্রতিমন্ত্রীর একান্ত সচিব এবং সহকারী একান্ত সচিব কোয়ারেন্টিনে রয়েছেন বলেও জানান তিনি।
আগামীনিউজ/এএইচ