৩ দফা দাবিতে মাগুরায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সদের মানববন্ধন 

মোখলেছুর রহমান, মাগুরা প্রতিনিধি  মার্চ ১০, ২০২১, ০৫:১০ পিএম
ছবি: আগামী নিউজ

মাগুরা: চাকরি বৈষম্য দুরীকরণসহ ৩ দফা দাবিতে মাগুরায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ-আইডিইবি মাগুরা জেলা শাখার পক্ষ থেকে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১০ মার্চ) দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে আয়োজিত এ মানব বন্ধনে জেলার সরকারি বেসরকারি ২৮টি প্রতিষ্ঠানে কর্মরত প্রকৌশলীগণ অংশ নেন। 

মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম, যুগ্ম-সম্পাদক মাহবুবুর রহমান টিটো, কামাল উদ্দিন মৃধা, জাহাঙ্গীর হোসেন, হাজেরা ইয়াসমিন প্রমুখ। 

সমাবেশে বক্তারা পেশাগত সমস্যাদি দ্রুত সমাধান, বিএনবিসির অবমূল্যায়ন ও অসামঞ্জস্যতামূলক ধারা সূমহ সংশোধনের জন্য সরকারের প্রতি জোর আহবান জানান। মানববন্ধন শেষে জেলা শাখার সদস্যরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন।  

আগামীনিউজ/মালেক