সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক ফেব্রুয়ারি ১৬, ২০২১, ০১:৪৩ পিএম
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “বাংলাদেশের মানুষের যখন ভালো সময় আছে, যখন মানুষ একটু ভালো থাকতে শুরু করে তখনই কিন্তু একটা আঘাত আসার সম্ভবনা থাকে। সেই কারণে, সকলকে একটু সতর্ক থাকা দরকার।”

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সকালে এনইসি সম্মেলন কক্ষের এক সভায় গণভবন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, “অনেক উন্নত দেশও কিন্তু এখনও পর্যন্ত ভ্যাকিসিন আনতে পারেনি। কিন্তু যখন গবেষণা হচ্ছিলো তখনই কিন্তু আমরা ক্রয় করার জন্য যে যে জায়গায় গবেষণা হয়েছে আমরা যোগাযোগ করেছি। এছাড়াও আগাম অর্থ দিয়ে আমরা বুক করে রেখেছিলাম, ডাব্লিউএইচও যখনই অনুমোদন দেবে, আমরা যেন সঙ্গে সঙ্গে ভ্যাকসিনটা পাই এবং দেশবাসীকে দিতে পারি। আমরা তা করতে সক্ষম হয়েছি।”

“আমাদের সীমিত সম্পদ দিয়ে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাচ্ছি। এই করোনা মোকাবেলাও আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করে করোনাকে আমরা নিয়ন্ত্রনে রাখতে সক্ষম হয়েছি” বলেন প্রধানমন্ত্রী।”

“ইনশাল্লাহ, এর প্রভাব আর আমাদের দেশে থাকবে না। আমাদের দেশের মানুষও যথেষ্ট সচেতন।”

আগামীনিউজ/নাসির