ঢাকাঃ ঢাকা-আরিচা মহাসড়কের গাবতলী থেকে সাভারের নবীনগর পর্যন্ত সড়ক ১০ লেন উন্নতিকরণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ মঙ্গলবার (০৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ২য় সালেহপুর সেতুর নির্মাণ কাজের সূচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দিয়ে তিনি এ কথা জানান।
সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ‘রাজধানীর প্রবেশমুখের ব্যস্ততম গাবতলী সেতুটিও বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ৮ লেনের সেতু করা হবে।’
আগামীনিউজ/এএইচ