৫৫ নয়, বয়স ৪০ হলেই নেওয়া যাবে টিকা

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ৮, ২০২১, ০৩:৩৭ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ করোনাভাইরাসের টিকা গ্রহীতাদের বয়সের সময়সীমা কমানো হয়েছে। সোমবার থেকে ৪০ বছর বয়সীরাও করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা নেওয়ার জন্য নিবন্ধন করতে পারবেন।

আজ সোমবার (০৮ ফেব্রুয়ারি) টিকার জন্য নিবন্ধনের ওই বয়সসীমা শিথিলে মন্ত্রিসভার বৈঠকে এই অনুশাসন দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এতদিন ৫৫ বছরের বেশি বয়সী নাগরিক এবং সম্মুখসারিতে থাকা বিভিন্ন পেশাভিত্তিক শ্রেণি অথবা বিশেষ শ্রেণির নাগরিকরাই সুরক্ষা প্ল্যাটফর্মের ওয়েব অ্যাপ্লিকেশনে (www.surokkha.gov.bd) টিকার জন্য নিবন্ধন করতে পারছিলেন।

মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘টিকা নিয়ে প্রধানমন্ত্রী বেশ কিছু নির্দেশনা দিয়েছেন, এটা আজকে থেকেই কার্যকর হয়েছে।’

এখন সাধারণ নাগরিক শ্রেণিতে ন্যূনতম বয়সের সীমা ৫৫ বছর থেকে কমিয়ে ৪০ বছর করা হচ্ছে, যা সোমবার থেকেই কার্যকর হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।

আগামীনিউজ/এএইচ