শীতের তীব্রতা কমছে

ডেস্ক রিপোর্ট ফেব্রুয়ারি ৪, ২০২১, ০৯:৩৪ এএম
ফাইল ছবি

মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহে স্থবির উত্তরাঞ্চলের জন-জীবন। আবহাওয়া অফিস জানিয়েছে,  আজ বৃহস্পতিবার থেকে শীতের তীব্রতা কমতে পারে। তবে সামনের সপ্তাহেই আরেকটি শৈত্যপ্রবাহ আসছে।

 হিমালয় থেকে ঠান্ডা বাতাস আসায় তাপমাত্রা কমে শৈত্যপ্রবাহ দেখা দিয়েছে। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। মধ্যঞ্চল ফরিদপুরেও গত কয়েকদিনে শীতের প্রকোপ দেখা দিয়েছে।

গত পাঁচ দিন ধরে উত্তরাঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে ওঠানামা করছে। কনকনে ঠান্ডা আর মৃদু ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে গত কয়েকদিন ধরে।

দক্ষিণাঞ্চলেও কমছে না শীতের তীব্রতা। তীব্র শৈত্য প্রবাহ কেটে গিয়ে এখন মাঝারি শৈত্য প্রবাহ বইছে এই অঞ্চলে।

শীতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে হাসপাতালে। করোনাকালে এতে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

আগামীনিউজ/সোহেল