আবার ভারত থেকে চাল আমদানি শুরু

নিজস্ব প্রতিনিধি জানুয়ারি ১৮, ২০২১, ১০:৫৯ পিএম
ছবিঃ সংগৃহীত

দিনাজপুরঃ  সোমবার দুপুর সাড়ে ১২টায় ভারত থেকে দেশে চাল আমদানি শুরু হয়েছে।থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি শুরু হয়েছে। চালবোঝাই ভারতীয় ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে এই কার্যক্রম আবার শুরু হয়েছে।চালের আমদানি এইচএস কোড জটিলতায় গত পাঁচদিন ধরে দেশে চাল আমদানি বন্ধ ছিল।

বন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশিদ জানান, "মন্ত্রণালয় থেকে ১০০৬.২০-০০ এই সংখ্যার এইচএস কোডের মাধ্যমে ভারত থেকে চাল আমদানি করা হচ্ছিল।

এই অবস্থায় ভারতের চাল রপ্তানিকারকরা গত মঙ্গলবার জানান- আগের এইচএস কোডের পরিবর্তে এখন থেকে ১০০৬.৩০.৯০ এই এইচএস কোড দিয়ে চাল আমদানি করতে হবে। তাছাড়া বাংলাদেশে চাল যাবে না। এরপর গত বুধবার থেকে ভারত সরকার হিলি স্থলবন্দরের মাধ্যমে চাল রপ্তানি বন্ধ করে দেই। তবে আবার চাল আসা শুরু হওয়ায় বাজারে দাম কমবে "বলে জানান তিনি।

এদিকে বন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন মল্লিক জানান, সোমবার ভারত থেকে চালবোঝাই ট্রাক বন্দরে প্রবেশ করায় আমদানিকারকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

আগামীনিউজ/সোহেল