আউয়াল দম্পতির আগাম জামিন আপিলেও বহাল

ডেস্ক রিপোর্ট অক্টোবর ১৯, ২০২০, ১২:৫৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় পিরোজপুর-১ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল এবং তার স্ত্রী লায়লা পারভীনকে হাইকোর্টের দেয়া ৪ সপ্তাহের আগাম জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। 

আজ সোমবার (১৯ অক্টোবর) দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদন খারিজ করে দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ। 

এর আগে গেল (৫ অক্টোবর) পৃথক দুটি জামিন আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের ভার্চুয়াল হাইকোর্ট আউয়াল-লায়লা দম্পতিকে ৪ সপ্তাহের আগাম জামিন দেন। একই সঙ্গে ৪ সপ্তাহ পর তাদেরকে নিম্ন আদালতে আত্মসমর্পণ করতে নির্দেশ দেন আদালত। 

মামলা দুটিতে সাবেক এমপি আউয়ালের বিরুদ্ধে ৩৩ কোটি ২৭ লাখ ৮৯ হাজার ৭৫৫ টাকা এবং তার স্ত্রী মিসেস লায়লা পারভীনের বিরুদ্ধে ১০ কোটি ৯৮ লাখ ৯০ হাজার ৫০ টাকা অবৈধ সম্পদের কথা উল্লেখ করা হয়।

এ কে এম এ আউয়াল ২০০৮-২০১৪ সালে পরপর দুবার পিরোজপুর-১ আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে এমপি নির্বাচিত হন।

উল্লেখ্য, ২০১৯ সালের ৩০ ডিসেম্বর দুদকের উপ-পরিচালক পরিচালক আলী আকবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় বরিশালে তিনটি মামলা করেন। মামলা তিনটিতে সাবেক এমপি আউয়াল এবং একটিতে তার স্ত্রী লায়লা পারভীনকেও আসামি করা হয়। ওই তিন মামলায় তারা জামিনে আছেন।

 আগামীনিউজ/জেহিন