দূর্গাপূজা উদ্‌যাপনে স্বাস্থ্যবিধির গাইডলাইন

অক্টোবর ১৩, ২০২০, ১০:১৯ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ দূর্গাপূজা উদযাপনকালে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ একটি গাইডলাইন প্রস্তুত করেছে। গাইডলাইন অনুযায়ী নিম্নলিখিত নিয়মসমূহ অনুসরণ করতে সকলের প্রতি অনুরোধ করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

দূর্গাপূজা উদ্‌যাপনে স্বাস্থ্যবিধির গাইডলাইন

 

  • মন্দির প্রাঙ্গণে প্রবেশ ও বাহির পথ পুরুষ ও মহিলাদের জন্য পৃথক ও নির্দিষ্ট থাকতে হবে।
  • পূজামণ্ডপে আগত ব্যক্তিবর্গ নির্দিষ্ট দূরত্ব (৩ ফুট/কমপক্ষে ২ হাত) বজায় রেখে লাইন করে সারিবদ্ধভাবে প্রবেশ করবেন এবং প্রণাম শেষে বের হয়ে যাবেন। সম্ভব হলে পুরো পথ পরিক্রমাটি গোল চিহ্ন দিয়ে নির্দিষ্ট করতে হবে।
  • পুষ্পাঞ্জলি প্রদানের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি মানতে হবে এবং ভক্তের সংখ্যা অধিক হলে একাধিকবার পুষ্পাঞ্জলির ব্যবস্থা করতে হবে।
  • পূজামণ্ডপে আগত সকলের মাস্ক পরিধান করা বাধ্যতামূলক। মাস্ক পরিধান ব্যতীত কাউকে পূজা মণ্ডপে প্রবেশ করতে দেয়া যাবে না। 
  • মন্দিরের প্রবেশ পথে হ্যান্ডস্যানিটাইজার, সাবান পানি দিয়ে হাত ধোয়া এবং তাপমাত্রা পরিমাপের জন্য থার্মাল স্ক্যানারের ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
  • সর্দি, কাশি, জ্বর বা শ্বাসকষ্ট নিয়ে কেউ পূজামন্ডপে প্রবেশ করবেন না।
  • হাঁচি বা কাশির সময় টিস্যু, রুমাল বা কনুই দিয়ে নাক ও মুখ ঢাকতে হবে। ব্যবহৃত টিস্যু ও বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ঢাকনাযুক্ত বিনের ব্যবস্থা থাকতে হবে এবং জরুরিভাবে তা অপসারণের ব্যবস্থা করতে হবে।
  • প্রসাদ বিতরণ, আরতি প্রতিযোগিতা বা ধুনচী নাচ এবং শোভাযাত্রা থেকে বিরত থাকতে হবে।
  • ধর্মীয় উপাচার ব্যতীত অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোকসজ্জ্বা বর্জন করতে হবে।
  • পূজা মণ্ডপে একজন থেকে আরেকজন নির্দিষ্ট করে দিতে হবে যাতে স্বাস্থ্যবিধি প্রতিফলিত হয়।

 

স্থানীয় সরকার, স্বাস্থ্য বিভাগ ও আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সকল নির্দেশনা যথাযথভাবে পালন করতে হবে।

 

- স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়