আবরার হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ

ডেস্ক রিপোর্ট অক্টোবর ৫, ২০২০, ১১:০২ এএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ আজ সোমবার (৫ অক্টোবর)।

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ শুরু হবে। এ মামলায় মোট ৬০ জনকে সাক্ষী করা হয়েছে।

গত (১৫ সেপ্টেম্বর) এ মামলার অভিযোগ গঠন করেন আদালত। আজ সোমবার (০৫অক্টোম্বর) থেকে  আগামী ২৭ অক্টোবর পর্যন্ত ধারাবাহিকভাবে এ মামলার সাক্ষ্যগ্রহণ চলবে।

গত (১৩ নভেম্বর) মামলার তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক ওয়াহিদুজ্জামান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অভিযোগপত্র জমা দেন। অভিযোগপত্রে ২৫ আসামিকে অভিযুক্ত করা হয়।

২০১৯ সালের (৬ অক্টোবর) রাতে বুয়েটের শেরে বাংলা হলের দ্বিতীয় তলার সিঁড়ি থেকে অচেতন অবস্থায় আবরার ফাহাদকে উদ্ধার করা হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে কর্তব্যরত  চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ও ঘটনায় রাজধানীর চকবাজার থানায় হত্যা মামলা দায়ের করেন আবরারের বাবা বরকতুল্লাহ।

আগামীনিউজ/জেহিন