বাংলাদেশে কোনোদিনও রাতে ভোট হয়নি

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২৩, ২০২০, ০৪:৫৬ পিএম

ঢাকাঃ দেশে কোনোদিনও রাতের বেলা কোনো ভোট হয়নি’ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা। আজ বুধবার সকালে পাবনা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাচনী আইনশৃঙ্খলা বিষয়ক সভায় যোগ দিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

কে এম নুরুল হুদা বলেন, ‘আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী সব ব্যবস্থা নেবে কমিশন। ভোটের দিন সকালে ভোটকেন্দ্রে পৌঁছে যাবে ব্যালট পেপার।’

সিইসি আরো বলেন, ‘গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার সাংবিধানিক বাধ্যবাধকতায় করোনাকালে নির্বাচন করছে কমিশন। তাই করোনার সময়ে স্বাস্থ্যবিধি মেনে আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।’

সে সময় নির্বাচনে অংশগ্রহণকারীদের নির্বাচনী আচরণবিধি মেনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এবং দায়িত্বশীল আচরণের আহ্বান জানান কে এম নুরুল হুদা। আইনশৃঙ্খলা সভায় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব মো. আলমগীর, জেলা প্রশাসক কবীর মাহমুদ, পাবনার পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলাম এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরিদুল ইসলাম।

আগামীনিউজ/এমকে