হাটহাজারী

মাদরাসা পরিচালনায় তিনজনের কমিটি

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ১৯, ২০২০, ০৯:৫৬ পিএম
ছবি সংগৃহীত

ঢাকাঃ উপমহাদেশের অন্যতম, বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বপ্রাচীন ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানটি হাটহাজারী দারুল উলুম মুঈনুল ইসলাম মাদরাসার মহাপরিচালক এবং হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমদ শফীর ইন্তেকালের পর মাদরাসায় তিনজনের একটি পরিচালনা কমিটি করা হয়েছে। আপাতত মাদরাসায় একক কোনো মহাপরিচালক নিযুক্ত করা হবে না।

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত চলা সূরা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে মাদরাসা পরিচালনার জন্য তিনজনকে নির্বাচন করা হয়েছে।

এরা হলেন, হাটহাজারী মাদরাসার প্রধান মুফতি মুফতী আবদুস সালাম, বর্তমান সহকারী পরিচালক, মাওলানা শেখ আহমদ ও মাওলানা ইয়াহইয়া।

এছাড়া মাওলানা জুনায়েদ বাবুনগরীকে শিক্ষা পরিচালক ও শায়খুল হাদিস হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। 

 তিন সদস্য বিশিষ্ট কমিটি মাদরাসার সকল কাজের সুরাহা করবেন এবং ব্যাংকসহ সকল হিসাবপত্র তাদের তিনজনের স্বাক্ষরেই হবে। সকলেরই সমান অধিকার কেউ একক ভাবে কোন সিদ্ধান্ত নিতে পারবেন না।

পরবর্তী শুরা কমিটির সভা না হওয়া পর্যন্ত এভাবে চলবে মাদরাসার কার্যক্রম।

আগামীনিউজ/জেহিন