নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লার পশ্চিম তল্লার বাইতুস সালাত জামে মসজিদের পূর্ব দিকে রাস্তায় দুটি স্থানে বুদ বুদ করতে দেখা গেছে। গতকাল শুক্রবার (১১সেপ্টেম্বর) সড়কের উপর রাখা মাটির নিচ থেকে এ বুদ বুদ দেখে স্থানীয়রা ফের মসজিদটির সামনে জড়ো হন এবং কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখা দরকার বলে জানান। ছুটির দিনে অফিস বন্ধ থাকায় সংশ্লিষ্ট কারো সাথে যোগাযোগ বা মন্তব্য পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের পর গ্যাসের চাপ বেশি থাকায় বুদ বুদ হয়। পরে চাপ কমে গেলে তা আর দেখা যায়নি। ধারণা করা হচ্ছে, এখানেও লিকেজ রয়েছে তাই গ্যাস ও পানি বুদ বুদ করে বেড় হয়েছে।
এর আগে (০৪ সেপ্টেম্বর) ওই মসজিদে ভয়াবহ বিস্ফোরণের পর তিতাস তদন্ত দল মসজিদ পাশের গ্যাস লাইনে ছয়টি লিকেজ পায়।
বিভিন্ন মসজিদে দোয়াঃ
নারায়ণগঞ্জে তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে হতাহতের ঘটনায় জেলার বিভিন্ন মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এসময় নিহতদের আত্মার মাগফেরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করা হয়। গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর তল্লা বড় মসজিদে অনুষ্ঠিত দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা মো. ওমর ফারুক। দোয়া শেষে নিহত গরীব পরিবারের মাঝে আর্থিক সহায়তার জন্য টাকা তুলা হয়।
উল্লেখ্য, নারায়ণগঞ্জে তল্লা বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণে এ পর্যন্ত ৩১ জন মারা গেছেন।
আগামীনিউজ/জেহিন