স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

আদালত চাইলে সিনহা হত্যার প্রতিবেদন হস্তান্তর

ডেস্ক রিপোর্ট সেপ্টেম্বর ৭, ২০২০, ০৪:৫১ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান নিহতের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি তাদের তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের হাতে এ প্রতিবেদন জমা দেন কমিটির প্রধান, চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ মিজানুর রহমান। আদালত চাইলে এ তদন্ত প্রতিবেদন হস্তান্তর করা হবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

সিনহা হত্যার তদন্ত প্রতিবেদন পেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যেহেতু বিষয়টি বিচারাধীন রয়েছে, তাই এই মুহূর্তে আমরা বিস্তারিত কিছু বলতে পারবো না। আদালত চাইলে আমরা এই প্রতিবেদন সেখানে হস্তান্তর করবো।’

তিনি বলেন, ‘রিপোর্টের ভেতরে কী আছে আমরা এখনো দেখিনি। এখন আমাদের সচিব এটা বিশ্লেষণ করে দেখবেন। আপনারা জানেন আদালতের নির্দেশনা অনুযায়ী একটি তদন্ত চলছে। সেজন্য আমরা প্রকাশ্যে কিছু জানাতে পারব না। আমরা আদালতকে জানিয়ে দেব এ বিষয়ে। আদালত মনে করলে আমাদের কাছ থেকে অফিসিয়ালি নিয়ে যাবেন। এটা আদালতের এখতিয়ার।’

আসাদুজ্জামান খান কামাল বলেন, ‘মেজর সিনহা হত্যাকাণ্ড একটি দুঃখজনক ঘটনা। আমরা চাই, এমন ঘটনা যাতে আর না ঘটে।’ এ হত্যাকাণ্ডে সেনাবাহিনী ও পুলিশের সম্পর্কে ফাঁটল ধরেনি জানিয়ে তিনি বলেন, ‘পুলিশ ও সেনাবাহিনীর মধ্যে চমৎকার পরিবেশ ও সম্পর্ক রয়েছে। ঘটনার পর দুই বাহিনীর প্রধান একসঙ্গে সংবাদ সম্মেলন করে তাদের বক্তব্য দিয়েছেন।’

আগামীনিউজ/এএইচ