মসজিদে বিস্ফোরণে গণশুনানি চলছে

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ৭, ২০২০, ০৩:০১ পিএম
ছবি সংগৃহীত

নারায়ণগঞ্জঃ জেলার ফতুল্লায় তল্লা বাইতুল সালাত জামে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটিকে সহযোগিতার জন্য গণশুনানি চলছে। 

আজ সোমবার (০৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে এ গণশুনানি শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। 

গতকাল রবিবার রাতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই গণশুনানির কথা জানানো হয়। 

 (০৪ সেপ্টেম্বর) ফতুল্লায় তল্লা বাইতুল সালাত জামে মসজিদে অগ্নিকাণ্ডে অনেকেই মৃত্যুবরণ করেছেন। এর পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরী ববিকে প্রধান করে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। 

এই অগ্নিকাণ্ডের বিষয়ে সহযোগিতার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নারায়ণগঞ্জ অফিস কক্ষে গণশুনানির আয়োজন করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

এর আগে শুক্রবার (০৪ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টায় নারায়ণগঞ্জের ফতুল্লার পশ্চিমতল্লা এলাকার বাইতুস সালাত জামে মসজিদে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এরপর দগ্ধ ৩৭ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

এরমধ্যে সোমবার দুপুর ১টা পর্যন্ত অগ্নিদগ্ধ হয়ে ২৭ জনের মৃত্যু হয়েছে। 

নিহতরা হলেন- সাব্বির (২২), দেলোয়ার হোসেন (৪৫), জুয়েল (৭), জামাল (৪০), রাসেল (৩০), জুবায়ের (১৪), রিফাত (১৮), হুমায়ুন কবির (৪৩), কাঞ্চন (৩৭), নয়ন (২৭), হুমায়ুন কবির (৭০), মোস্তফা কামাল (৩৫), ইব্রাহিম (৪৩), রিফাত (১৮), জুনায়েদ (১৭), কুদ্দুস বেপারি (৭২), রাসেল (৩৪), বাহাউদ্দিন (৬২), মালেক (৬০), মিজান (৪০), নাদিম আহমেদ (৪০), শামীম হাসান (৪৫), জুলহাস, মো. আলী মাস্টার (৫৫), আবুল বাসার মোল্লা (৫১), মনির ফরাজী (৩০) ও ইমরান (৩০)। 
বর্তমানে বার্ন ইনস্টিটিউটে ১০ জন চিকিৎসাধীন আছেন। তাদের প্রত্যেকের অবস্থাই সংকটাপন্ন। তারা সবাই মৃত্যুর সাথে লড়ছেন। প্রত্যেকেরই শ্বাসনালী, মুখমণ্ডলসহ শরীরের বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

আগামীনিউজ/জেহিন