ফরিদপুরঃ করোনায় আক্রান্ত হয়ে অর্থ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব খোন্দকার মুরাদ হোসেনের মৃত্যু হয়েছে। তার বাড়ি ফরিদপুরের সালথার নটখোলা গ্রামে।
আজ শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকাল ৩টা ৪৫ মিনিটের দিকে ঢাকার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
সালথা উপজেলা যুবলীগের সভাপতি ও সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু বলেন, তিনি একজন সৎ, নিষ্ঠাবান ও ভালো মানুষ ছিলেন। মুরাদ হোসেনের জানাজা আগামীকাল রোববার সকাল ৯টায় তার গ্রামের বাড়ি উপজেলার সোনাপুর ইউনিয়নের নটখোলা গ্রামে অনুষ্ঠিত হবে। এই গুণী ব্যক্তির মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, তিনি অর্থ মন্ত্রণালয়ের একজন সাবেক অতিরিক্ত সচিব ছিলেন। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তার মতো গুণী ব্যক্তির মৃত্যুতে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।
তিনি বলেন, তিনি যেহেতু একজন মুক্তিযোদ্ধা, তাই প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হবে।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ (০৫ সেপ্টেম্বর) তথ্য মতে, দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৪৪৭ জনে। নতুন করে ১ হাজার ৯৫০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাড়িয়েছে ৪ হাজার ৪১২ জনে।
আগামীনিউজ/এএইচ