ময়মনসিংহে করোনায়

সুস্থ্যতার হার ৮৯.৭২ শতাংশ

নিজস্ব প্রতিবেদক সেপ্টেম্বর ২, ২০২০, ০১:৩৮ পিএম
ছবি সংগৃহীত

 ময়মনসিংহঃ  আজ বুধবার ( ২ সেপ্টেম্বর) ময়মনসিংহে করোনা থেকে সুস্থ্যতার হার ৮৯.৭২ শতাংশ। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০৩৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের।

জেলা প্রশাসন সুত্র জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পর্যন্ত ময়মনসিংহে নমুনা সংগ্রহ করা হয়েছে ৩০২৮৯ জনের। এর মধ্যে নমুনা পরীক্ষা করা হয়েছে ৩০২২৮ জনের। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৩৩৮৭ জন। এর মধ্যে সুস্থ্য হয়েছেন ৩০৩৯ জন। করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহ জেলা প্রশাসক মিজানুর রহমান।

জেলা প্রশাসন সুত্র আরও জানায়, এ পর্যন্ত ময়মনসিংহ সদর ও সিটি কর্রপোরেশন এলাকায় আক্রান্ত ২০৩১, সুস্থ্য ১৮১০, মৃত্যু হয়েছে ৮ জনের। ভালুকায় আক্রান্ত ৩১৪, সুস্থ্য ২৯৭, মৃত্যু হয়েছে ৩ জনের। মুক্তাগাছা আক্রান্ত ১৮১, সুস্থ্য ১৬৯, মৃত্যু ৪ জনের। ঈশ্বরগঞ্জে আক্রান্ত ১৪৮, সুস্থ্য ১২৯, মৃত্যু হয়েছে ১ জনের। ত্রিশালে আক্রান্ত ১৪৪, সুস্থ্য ১১৮, মৃত্যু হয়েছে ৪ জনের। ফুলপুরে আক্রান্ত ৯৭, সুস্থ্য ৮৭, মৃত্যু হয়েছে ৪ জনে। গফরগাঁওয়ে আক্রান্ত ৮৫, সুস্থ্য ৭৮, মৃত্যু হয়েছে ২ জন। হালুয়াঘাটে আক্রান্ত ১২৬, সুস্থ্য ১১২। ধোবাউড়ায় আক্রান্ত ৬৯, সুস্থ্য ৬৬, মৃত্যু হয়েছে ১ জনের। ফুলবাড়িয়ায় আক্রান্ত ৬৯, সুস্থ্য ৬০, মৃত্যু হয়েছে ৩ জনের। নান্দাইল আক্রান্ত ৬১, সুস্থ্য ৫৭, মৃত্যু হয়েছে ১ জনের। তারাকান্দায় আক্রান্ত ৪১, সুস্থ্য ৩৭, মৃত্যু হয়েছে ১ জনে। গৌরীপুর আক্রান্ত ২১, সুস্থ্য ১৯, মৃত্যু হয়েছে ৩ জন।

এদিকে জেলা প্রশাসন সুত্রে জানা যায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ১৬১ জনের নমুনা পরীক্ষা করে নতুন করে ১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়ে একজন মারা গেছেন। সুস্থ্য হয়েছেন ৫ জন। হোম আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ২১১ জন, হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৯২ জন, ময়মনসিংহ থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে ১৩ জনকে।

আগামীনিউজ/জেহিন