হানিফ পরিবহণের মালিককে দুদকে জিজ্ঞাসাবাদ

নিজস্ব প্রতিবেদক আগস্ট ২৪, ২০২০, ০৫:১৮ পিএম
ছবি : সংগৃহীত

ঢাকা : অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে হানিফ পরিবহণের মালিক কফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

আজ সোমবার (২৪ আগস্ট) দুর্নীতি দমন কমিশন-দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। কফিল উদ্দিন একুশে আগস্ট গ্রেনেড হত্যা মামলার মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হানিফ মিয়ার ভাই।

এর আগে, হানিফ এন্টারপ্রাইজের মালিক পলাতক হানিফ মিয়া, তার স্ত্রী ইভা হানিফ এবং ভাই কফিল উদ্দিনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুদক।

গতকাল রোববার তাদের নিজ বাসার ঠিকানায় পাঠানো নোটিশে সোমবার তাদের দুদকের প্রধান কার্যালয়ে হাজির হতে বলা হয়। যদিও গ্রেনেড হামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হানিফ দীর্ঘদিন ধরেই পলাতক।

দুদকের কাছে অভিযোগ রয়েছে, পলাতক হানিফ তার বিভিন্ন সম্পদ স্ত্রী, ভাইসহ পরিবারের অন্য সদস্যদের নামে রেখেছেন, যার কোনো বৈধ উৎস নেই।

আগামীনিউজ/এসপি