আবারও আইসিইউতে আল্লামা শফী

নিজস্ব প্রতিবেদক জুলাই ২১, ২০২০, ১০:৩৩ পিএম

ঢাকা : শারিরীক অবস্থার অবনতি হওয়ায় ১০৩ বছর বয়সী হেফাজত ইসলামের আমির আল্লামা শফীকে জরুরি ভিত্তিতে হাসপাতালে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে ৪টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে ভর্তি করার বিষয়টি নিশ্চিত করেছেন আল্লামা শফী’র ছেলে, হেফাজতে ইসলামের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।

তিনি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, শ্বাসকষ্ট এবং হজমজনিত সমস্যায় ভুগছেন। গত এক মাস আগেও তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি ছিলেন। 
তার অবস্থা বর্তমানে স্থিতিশীল রয়েছে বলে চমেক সূত্রে জানা গেছে। 

 

আগামী নিউজ/এসপি