ডিবি কার্যালয়ে সাহেদ

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৫, ২০২০, ০৭:৩২ পিএম
ফাইল ছবি

ঢাকা: আলোচিত রিজেন্ট কেলেঙ্কারির মূল হোতা মোহাম্মদ সাহেদকে ডিবি কার্যালয়ে নেয়া হয়েছে। এর আগে তাকে র‌্যাব সদর দফতর থেকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে তার স্বাস্থ্য পরীক্ষা করানো হয়।

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে সাহেদকে ঢামেক হাসপাতাল থেকে নিয়ে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এর আগে বুধবার বিকেল ৫টা ১৫ মিনিটে স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ঢামেকে নেয়া হয় তাকে।

বুধবার ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা সীমান্তবর্তী কোমরপুর গ্রামের ইছামতি নদীর তীর থেকে একটি গুলিভর্তি পিস্তলসহ তাকে গ্রেফতার করে র‌্যাব।

র‌্যাব জানিয়েছে, ক্ষণে ক্ষণে অবস্থান পরিবর্তন করছিলেন ধুরন্ধর সাহেদ। চেহারা পরিবর্তনের জন্য চুলে রঙ করেছিলেন তিনি। কেটে ফেলেছিলেন গোঁফ। নৌকায় করে নদী পার হয়ে চলে যাচ্ছিলেন তিনি। র‌্যাবের বিশেষ টিম পৌঁছানোর পর পালানোরও চেষ্টা করেন। র‌্যাবের টিম দেখে নৌকার মাঝি সাঁতরে পালিয়ে যান। কিন্তু মোটা হওয়ায় আর দৌড়ে কিংবা সাঁতরে পালাতে পারেননি প্রতারক সাহেদ। এ সময় তার পরনে ছিল কালো রঙের বোরকা।

আটকের পর দেখা গেছে, সাহেদের গায়ের বিভিন্ন জায়গায় লেগে ছিল কাদা। কোমরে বাঁধা ছিল পিস্তল।

আগামী নিউজ/এআর/জেএফএস