বাসা ভাড়া ৫০ শতাংশ কমানোর দাবি

নিজস্ব প্রতিবেদক জুলাই ১৩, ২০২০, ০২:১৩ পিএম
সংগৃহীত ছবি

ঢাকা: রাজধানী ঢাকা শহরের বাড়ির মালিকদের প্রতি জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া কমানোর দাবি জানিয়েছে বাংলাদেশ ভাড়াটিয়া কল্যাণ পরিষদ। 

সোমবার (১৩ জুলাই) দুপুরে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সংগঠনটির আয়োজনে এক মানববন্ধন থেকে এ দাবি জানানো হয়।

এ সময় বক্তারা বলেন, করোনা পরিস্থিতি বিবেচনা করে বাড়ি মালিকদের কিছুটা মানবিক হওয়া উচিত। সারাবছর ভাড়াটিয়ারা ঠিকমতোই ভাড়া দিয়ে এসেছে, কিন্তু এই মহামারির সময়ে ভাড়াটিয়ারা অসহায়ত্বের মধ্যে দিয়ে জীবন যাপন করছে। এ অবস্থায় বাড়ি মালিকদের প্রতি দাবি জানাচ্ছি, চলতি জুলাই মাস থেকে ৫০ শতাংশ ভাড়া নিয়ে অসহায় মানুষদের পাশে দাঁড়ান।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি এসএম আনিছুর রহমান খোকন, সহ-সভাপতি নজরুল ইসলাম নাজু, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এমএ করিম প্রমুখ।

আগামীনিউজ/এমআর