বৃহস্পতিবার থেকে দুবাই-আবুধাবি রুটে চালবে বিমানের ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক জুলাই ৭, ২০২০, ১০:৩১ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: আগামী ৯ জুলাই (বৃহস্পতিবার) থেকে দুবাই-আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রায়াত্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। 

মঙ্গলবার (৭ জুলাই) এই দুই রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নেয় রাষ্ট্রায়াত্ত এই উড়োজাহাজ সংস্থা। 

এ প্রসঙ্গে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মহিবুল হক গণমাধ্যমকে বলেন, আমরা আগামী ৯ জুলাই থেকে দুবাই ও আবুধাবি রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়েছি। আমরা সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গেও কথা বলেছি। বৃহস্পতিবার থেকে এই দুই রুটে নিয়মিত বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা করবে বিমান।

এর আগে গত ১ জুলাই বিমান ঘোষণা দিয়েছিল, ঢাকা-দুবাই রুটে ৬ জুলাই থেকে এবং ঢাকা-আবুধাবি রুটে ৭ জুলাই ফের ফ্লাইট শুরু হবে। ঢাকা-দুবাই ও ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে চারদিন ফ্লাইট চালানোর পরিকল্পনার কথা জানায় এই সংস্থা। কিন্তু ৫ জুলাই হঠাৎ করে বিমান সিদ্ধান্ত নেয়, এই দুই রুটে ফ্লাইট পরিচালনা করবে না। এই সিদ্ধান্তের দুইদিন পরই দুবাই ও আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিল বিমান।

আগামীনিউজ/এমআর