ভাটারায় উদ্ধার সেই মরদেহের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক জুন ২৮, ২০২০, ০৬:১০ পিএম
ফাইল ছবি

ঢাকা : রাজধানীর ভাটারার একটি বাসা থেকে উদ্ধার হওয়া অর্ধগলিত মরদেহের পরিচয় মিলেছে। তার নাম সাইফুল ইসলাম। তিনি পরিবার নিয়ে ধানমন্ডিতে থাকতেন।

সাইফুলকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের ধারণা, ভাটারার বাসায় যারা ছিলেন, তারাই এই হত্যাকান্ডের সঙ্গে জড়িত ছিলেন। এ ঘটনায় যে বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়, সেই বাসার গৃহকর্তা ও গৃহকর্ত্রী পলাতক রয়েছেন।

এদিকে নিহত সাইফুলের সঙ্গে ওই বাসার বাসিন্দাদের কি সম্পর্ক, কিংবা ধানমন্ডি থেকে কেনো তিনি ভাটারা গিয়েছিলেন, এসব ব্যাপারে নিহতের পরিবার ও পুলিশ কিছুই জানাতে পারেনি।

শনিবার গভীর রাতে ভাটারা থানাধীন পূর্ব সাঈদ নগরের মসজিদ গলির একটি বাড়ির দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাইফুলের মরদেহ উদ্ধার করে পুলিশ।  পরে সেখানে সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করে।

সাইফুলের পরিবার সূত্রে জানা গেছে, গত চারদিন থেকে নিখোঁজ ছিলেন তিনি। ২৪ জুন রাত দশটার দিকে ধানমন্ডির বাসা থেকে ব্যক্তিগত গাড়ি নিয়ে বের হয়ে আর ফেরেননি। পরদিন রাজধানীর হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি করেন তার স্ত্রী রিমা পারভীন। পরে ২৬ জুন ভাটারা এলাকার পূর্ব সাঈদ নগরের সড়কের পাশ থেকে সাইফুলের ব্যবহৃত গাড়িটি উদ্ধার করে পুলিশ। এরপর ২৭ জুন সাইফুলের মরদেহ উদ্ধারের পর ঘড়ি ও জুতা দেখে তাকে শনাক্ত করে পরিবার।

ঢাকা সিআইডি পরিদর্শক সাইফুর রহমান ভূঁইয়া জানান, প্রাথমিকভাবে পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে, এটি একটি হত্যাকাণ্ডের ঘটনা।

ভাটারা থানা সূত্রে জানা যায়, চলতি মাসের ১ তারিখ ইন্টারনেট ব্যবসায়ী পরিচয়ে আপেল আহমেদ নামে একজন পূর্ব সাঈদ নগরের মসজিদ গলির ওই বাসার দ্বিতীয় তলার একটি ফ্ল্যাট ভাড়া নেন।

বাসার বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, আপেলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জে। বাড়ির মালিক লাকি আক্তার ও অন্য বাসিন্দারা জানিয়েছেন, গত ২৪ তারিখ বুধবার রাতে ওই ফ্ল্যাটে ধ্বস্তাধ্বস্তির আওয়াজ শুনতে পান তারা। চিৎকার শোনার পরে বাড়ির বাসিন্দারা দরজা নক করেন। কিন্তু তারা দরজা খোলেনি। দরজা না খুলে ভেতর থেকে আপেল ও তার স্ত্রী শান্তা বেগম বিষয়টি নিজেদের ব্যক্তিগত বলে জানান। পরদিন বৃহস্পতিবার (২৫ জুন) ভোর বেলা বাসা থেকে লাপাত্তা হয়ে যান তারা।

পুলিশ আরো জানায়, সামনের ফ্ল্যাট থেকে দুই-তিন দিন ধরে পচা দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টিি আশপাশের লোকজন বাড়ির মালিককে জানালে প্রথমে আমলে নেননি। পরে দুর্গন্ধের মাত্রা বাড়লে বাড়ির মালিক শনিবার (২৭ জুন) রাতে পুলিশের সহায়তায় দরজা ভেঙে ভেতরে প্রবেশ করলে খাটের নিচে অর্ধগলিত অবস্থায় সাইফুল ইসলামের মরদেহ পাওয়া যায়।

আগামীনিউজ/আরিফ/জেএস